প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৯:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ৯:০৩ পি.এম
বগুড়ায় বরেন্দ্র সেচ মেশিনের ভাগ নিয়ে সংঘর্ষ নিহত ১আহত ২

সাজেদুল ইসলাম রাসেল ।। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি।
বগুড়া গাবতলী তেলিহাটায় বরেন্দ্র সেচ মেশিনের ভাগ নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১ আহত ২,জন বগুড়া গাবতলী উপজেলার তেলিহাটা দক্ষিণ পাড়া গ্রামে বরেন্দ্র সেচ মেশিনের ভাগ নিয়ে রবিবার ৮, ডিসেম্বর সকাল সাড়ে দশটার সময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সজল (৪৭) নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন সোহেল (২৮)ও রুবেল (৪৫) নামে ২ জন। নিহত সজল ঐই এলাকার মহির উদ্দীনের ছেলে
সরজমিনে গিয়ে জানা যায় প্রায় ৩ বছর ধরে বরেন্দ্র সেচ মেশিনের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে তেলিহাটা গ্রামের সিরাজুল ইসলামের (৫৫)এর সাথে নিহত সজল ও অন্য ভাগীদের বিরোধ চলে আসছিলো। এরোই সূত্র ধরে ঘটনার দিন নিহত সজল তার জমিতে ধান বাঁধাই করছিল এই সময় সিরাজুলের ইসলামের ছেলে জনি ধারালো ছুরি দিয়ে পিছন থেকে সজলের পেটে সজোরে আঘাত করলে। সাথে সাথেই নারীভুড়ী বের হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সংবাদ ছড়িয়ে পড়লে সোহেল ও রুবেল দুই জন এগিয়ে গেলে তাদের কেউ ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন , আহতদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর পরপরই সেনাবাহিনী ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল জানান, ছুরিকাঘাতে সজল নামের এক ব্যক্তি খুন হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে। হত্যাকারীদের ধরতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত