
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
গত ১৭ ডিসেম্বর ২০২৪ তারিখ আনুঃ ২.৩০ ঘটিকায় বগুড়া শহরের মাটিডালীতে অবস্থিত সানসাইন আবাসিক হোটেলের ম্যানেজার মোঃ বিপুল মিয়া (৪২), পিতাঃ মোঃ আব্দুল মজিদ, ঘটনা সূত্রে জানা যায় কয়েকজন দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র ধারালো চাকু দিয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরবর্তীতে হোটেলের স্টাফ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত বিপুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে তৎখনিক শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯.৩০ ঘটিকায় মারা যায়। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার প্রয়াস চালাতে থাকে। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২ মোঃ আতিকুর রহমান মিয়া, , অতিরিক্ত ডিআইজি এর দিকনির্দেশনায় ১৫ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১.৩০ ঘটিকায় র্যাব-১২, , বগুড়া এর একটি টিম বগুড়া শহরের চকজাদু রোড, ০১নং রেলগেট সেলিম হোটেল এর সামনে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর বিপুল হত্যাকান্ডের অন্যতম প্রধান আসামী মোঃ জ্ম্মুান কসাই (৪১), পিতাঃ মোঃ সোহরাব কসাইকে, গ্রেফতার করে ।