
সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার পূরোভাগে থেকে নেতৃত্ব দেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহনাজ পারভীন।
শোভাযাত্রায় অংশ নেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও বিএমএ বগুড়া জেলার অর্থ সম্পাদক ডাঃ মোঃ সামির হোসেন মিশু। সিএস অফিস ও স্কুল হেলথ ক্লিনিকের মেডিকেল অফিসারবৃন্দ সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসারসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী সংগঠনের(বগুড়া পৌরসভা, টিএমএসএস, ব্র্যাক, গাক চক্ষু হাসপাতাল, বুরো বাংলাদেশ, লেপ্রা বাংলাদেশ, ঢাকা আহ্ছানিয়া মিশন, আরএইচস্টেপ) কর্মকর্তা-কর্মচারি এবং সিভিল সার্জন অফিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সিভিল সার্জন অফিসে এসে শেষ হয়।
দ্বিতীয় পর্বে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি, বগুড়া জেলা বিএমএ এর অর্থ সম্পাদক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জনাব মোঃ আব্দুল হান্নান। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহনাজ পারভীন। স্বাস্থ্য অধিদপ্তরের লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন থেকে প্রেরিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ উল হক। প্রাসঙ্গিক অবতারণা করেন-ডাঃ সিবাত মাসনুভা নমি, ডাঃ এস এম জাহাব ই জাহিদ, জনাব প্রনব কুমার রায়, বাবলী সুরাইয়া, ওয়াহেদুজ্জামান পলু, পারভেজ আলম পলাশ, শাহিনুর রহমান প্রমুখ।
জেলার সাথে সমন্বয় রেখে জেলাস্থ সকল উপজেলায় দিবসটি যথাযোগ্যভাবে পালিত হয়েছে।