বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় যুবদল নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বগুড়ায় যুবদল নেতা হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান (৫৫) এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য খাজাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে উপ‌জেলার ডেমাজানী এলাকা থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম।

গ্রেপ্তার সাইফুল ইসলাম বিমান শাজাহানপুর উপজেলার ডেমাজানী গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

ওসি ওয়াদুদ আলম জানান, সাইফুল ইসলাম বিমান শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার ৬৯ নম্বর এজাহারনামীয় আসামি। তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।

নিহত ফোরকান উপজেলার ঘাষিড়া সুফিপাড়া গ্রামের বাসিন্দা এবং উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ছিলেন। ফোরকান আলী (৪২) গত বছরের ৩ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মারা যান। ওইদিন শাজাহানপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় বিএনপির তৎকালীন সরকারবিরোধী মিছিলে অংশ নেন ফোরকান। এ ঘটনায় উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী গত ৩০ অক্টোবর আদালতে হত্যা মামলা করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments