
সাজেদুল ইসলাম রাসেল , বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
র্যাব-১২ এর অভিযানে জয়পুরহাট জেলার হত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রেফতার
গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক ০২.০০ ঘটিকার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিবাদীগণ বাদীর পিতার পৈত্রিক জমিতে আইল দেওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর জখম করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাঁচবিবিতে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া-তে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ০৩.৩০ ঘটিকার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন।
উক্ত মামলার এজাহার নামীয় পলাতক আসামীরা বগুড়া এলাকায় অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-১২ এর দিকনির্দেশনায় র্যাব-১২, বগুড়া এবং র্যাব-১, গাজীপুর এর যৌথ অভিযানে গত ০৫ মার্চ ২০২৫ তারিখ রাতে বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৩ জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।