
সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বগুড়ায় ১২০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক।
সোমবার বগুড়া শিবগঞ্জ থানার মোকামতলা মুরাদপুর এলপিজি অটো গ্যাস ষ্টেশন এর সামনে রংপুর টু ঢাকা গামী মহাসরকের উপর। মাদক বিরোধী চেকপোস্ট বসিয়ে ১২০বোতল ফেনসিডিল ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত আসামীর নাম ও ঠিকানা-(ক)মো: মাহাবুব(৩০), পিতা-মৃত জাবেদুল,
(খ) শ্রী শান্ত দাস(২৪), পিতা-শ্রী জিতেন দাস, উভয় থানা-বালিয়াডাঙ্গী, জেলা-ঠাকুরগাঁও।