বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ায় ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

বগুড়ায় ধর্ষকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

ধর্ষকদের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে এবং চলমান পরিস্থিতিতে নারী, শিশু ও সাধারণ মানুষ নিরাপত্তা নিশ্চিত, বিচার ও আইন ব্যবস্থার সঠিক বাস্তবায়নের দাবিতে
 বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বের করে
কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বট তলায় মিছিলটি সমাপ্ত হয়। 
বিক্ষোভ মিছিল শেষে সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী নুর আফরিন নীহান এর সভাপতিত্বে এবং আদর্শ কলেজ এর শিক্ষার্থী নাজমুল হাসান নেহাল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সরকারি আজিজুল হক কলেজের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী মোঃ সাদ্দাম হোসেন, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছাব্বির আহম্মেদ রাজ, বাংলা বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান সাব্বির, সরকারি শাহ সুলতান কলেজের শিক্ষার্থী সাকিব খান, সৈয়দ আহম্মেদ কলেজের শিক্ষার্থী আজিম উদ্দিন, আরাফাত হোসেন, সেজদা প্রামানিক, দ্বীন মোহাম্মাদ সজীব, সাফিউল হাসান সাফি, নাইম হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, “সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতি, গুম ও খুনের সংখ্যা লাগাতার বৃদ্ধি পেলেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অপরাধীকে আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে! কিন্তু বাস্তবে অবস্থার অবনতি ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে।”
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments