বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া গাবতলীতে দিন দিন বেড়েই চলেছে গরু চোরের উপদ্রব

বগুড়া গাবতলীতে দিন দিন বেড়েই চলেছে গরু চোরের উপদ্রব

সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি বগুড়া।

বগুড়া গাবতলীতে বেড়ে গেছে গরু চোরের উপদ্রব

এলাকা সূত্রে জানা যায় গাবতলী  উপজেলার দুর্গা হাটা  ইউনিয়নের লালখাঁ পাড়া গ্রামের মোঃআশরাফুল ইসলাম, পিতাঃআব্দুস সামাদের বাড়ি থেকেগত২০/৯/২৪ইং গভীর রাতে২টা থেকে ৩টার সময় চোর গরু ফার্মের তালা ভেঙ্গে  ঘরের ভিতরে। প্রবেশ করে ৩টিবিদেশি গরু চুরি করে নিয়ে যায় এক নাম্বার গরু রং সাদা ও কালো ৫ ইঞ্চি,  দুই নাম্বার,গাভিন গরু সাদাও কালো ৫ ইঞ্চি, তিন নাম্বার,  গরু /সাদা, কালো ও বকনা বাছুর মোট তিনটি গরু চুরি হয় এতে গরুর মূল্য প্রায় ৬লক্ষ টাকাক্ষতি হয় এবিষয়ে২১/৯/২৪ইং ।গাবতলী মডেল থানা অজ্ঞাতনামা একটি অভিযোগ দায়ের করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments