সাজেদুল ইসলাম রাসেল ,বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়ায় গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে১,কেজি গাঁজা ও ২৪ বোতল ফেন্সিডিল সহ আটক,০৩।
বগুড়া গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। বুধবার রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটে বগুড়া শিবগঞ্জ থানার কারিগর পাড়া হতে মোঃ আব্দুর রহিম(৩০) পিতা মোঃ সাইদুর রহমান থানা পলাশ বাড়ি জেলা গাইবান্ধাকে আটক করলে তার দেওয়া তথ্য অনুযায়ী তার শয়ন কক্ষের বিছানার নিচে থেকে ১ কেজিঁ গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে বগুড়া সদর মাটিডালী বিমান মোড়ে চেকপোস্ট বসিয়ে আনাস এন্টারপ্রাইজ নামক পরিবহনকে সিগন্যাল দিয়ে তল্লাশি করে এ সময় মোঃ মনিরুজ্জামান মনির (২৬) পিতা মোঃ মাহাবুবুর রহমান ও মোছাঃ হাফিজা বেগম (৩২) উভয়ের থানা হাতি বান্ধা জেলা লালমনিরহাট কে আটক করে তাদের দেহ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত ২৪, বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানা ও বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।