বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া জেলা মহিলা দলের ভিতরে বহিরাগত ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর আবির্ভাব।

বগুড়া জেলা মহিলা দলের ভিতরে বহিরাগত ও চিহ্নিত মাদক ব্যবসায়ীর আবির্ভাব।

সাজেদুল ইসলাম রাসেল। বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

বগুড়া জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ লাভলী রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভানেত্রীর দায়িত্ব পালন করেন এডভোকেট শাহাজাদী  আঞ্জুমান লায়লা ও জেলা মহিলা দলের  সাধারণ সম্পাদক  মোছাঃ নাজমা আক্তারের নেতৃত্বে, মহিলা দলের বর্তমানে হযবরল অবস্থা, এমতাবস্থায় বগুড়া মহিলা দলের একাধিক কর্মী অভিযোগ করেন যে তারা বিগত ১৬, বছর ধরে শৈরাচার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা কালীন তারা অনেক গায়েবী মামলা খেয়েছি,জেল জুলুম নির্যাতনের শিকার হয়ছি রাজপথে আন্দোলন করেছি,দিন রাত দলের জন্য কাজ করছি, সেই সময়  মহিলা দলের অনেক  কর্মী ও পার্টি অফিসে আসতে ভয় পেয়েছে, এবং কি আমাদের সাথে ফোনে কথা বলতেও ভয় পেয়েছে,আর গত ৫, আগষ্ট ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে এই শৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাই যে যারা কখনো মহিলা দলের কর্মীয় না এখন তারাই বড়ো বড়ো নেতাদের পাশে থেকে বিভিন্ন প্রোগ্রামে অংশ নিচ্ছে, শুধু তাই নয়, তাদের অনেকেই বিগত আওয়ামী লীগ নেতাদের সাথে লিয়াজো ভাবে থেকে মাদক ব্যাবসা করছে,যার প্রমাণ এখনো থানায় গেলেই তাদের নামের মামলার তথ্য পাওয়া যাবে। তাই আমরা আমাদের সিনিয়র নেতা কর্মী ভাই বোনদের বলতে চাই ভূল বার বার নয় ত্যাগী কর্মীদের মূল্য দিন, তবেই আগামীতে সুন্দর ও শক্তিসালি বগুড়া জেলা মহিলা দল দল গঠন করা সম্ভব হবে।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments