
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া প্রতিনিধি
বগুড়া ধনুট উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা।
এলাকা সূত্রে জানা যায় বগুড়া ধনুট উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী সানির প্রচার প্রচারণায় সময় চানদিয়ার বাজার থেকে পাঁচচুপি বাজারে যাওয়ার পথে বিশ্বহরি গাছা বাজারে প্রচারণার সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারেক সাহেবের প্রাইভেটকার দিয়ে রাস্তা বেরিকেট দেয় এবং সনির সমর্থকদের সাথে বাগ বিতর্কে জড়িয়ে পড়ে এক পর্যায়ে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় এবং তারেক সাহেবের হুকুমে স্বপন,ধলাবাবু,নায়েবের ছেলে মাসুদ,সামিদুল, নজরুল,সোহেল, জাকারিয়া,মজনু মেম্বর,ডিশ খোকন,বাদশা নাম না জানা আরও অনেকে সহ সন্ত্রাসী বাহিনী দিয়ে লাঠি, রামদা,স্টীলের পাইপ দিয়ে এলোপাতাড়ী ভাবে মার ধোর করেএবং বেশ কয়েকটা গাড়ী ভাংচুর করে। একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে শেরপুরের একটি প্রাইভেট হসপিটালে ভর্তি ভর্তি করা হয়েছে।
উক্ত ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।