
শাজাহানপুর(বগুড়া)শিক্ষানবিশ প্রতিনিধি
বগুড়া শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়া (বি-ব্লক) নিজ বাড়ি থেকে মঙ্গলবার সকালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। নিহত আবুল কালাম ওরফে কালা রহিমাবাদ উত্তর পাড়ার সইমুদ্দীনের ছেলে। তাকে গলাকেটে হত্যা করা হলেও শরীরে রক্তের কোন ছাপ পাওয়া যায় নি।
শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, নিহত আবুল কালাম অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতো। সে মাঝেমধ্যে অস্বাভাবিক আচারণ করতো৷ তার ছেলে-মেয়েও পাগল প্রকৃতির। তাকে অন্য কোথায় গলাকেটে হত্যা করে তার বাড়ির সামনে ফাঁকা জায়গায় রেখে যায়। হত্যা কান্ডের কারন,রহস্য,হত্যাকারী এবং হত্যাকান্ডের ঘটনাস্থল সনাক্ত করা এখনো সম্ভব হয় নি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।