প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২৫, ৮:১৯ এ.এম
বগুড়ায় দুই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়া কাহালু উপজেলায় ৬ বছরের দুই শিশুকে ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় প্রধান ও একমাত্র অভিযুক্ত মোঃ নূর ইসলাম (৪০) কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী এক শিশুর মা মোছাঃ পারভীন বেগম গত ১৫ মার্চ কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ মার্চ তিনি ও তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী নূর ইসলাম তার ৬ বছরের মেয়েকে টাকার লোভ দেখিয়ে ঘরে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন করে। একইভাবে পাশের বাড়ির আরেক শিশুকেও ধর্ষণের চেষ্টা চালায়।
এ ঘটনার কথা কাউকে বললে ভয় দেখিয়ে সে বলে, "তাদের মেরে পায়খানার মধ্যে ফেলে দেবে।" শিশুটি অসুস্থ হয়ে পড়লে মা-বাবা প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে শিশুটি ভয় কাটিয়ে মাকে পুরো ঘটনা জানায়। এরপরই থানায় অভিযোগ করা হয়।
বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কাহালু থানা পুলিশের যৌথ দল ১৬ মার্চ রাত ৯:৩০ মিনিটে কাহালুর পাইকর শাহানাপাড়া এলাকায় অভিযান চালিয়ে নূর ইসলামকে গ্রেফতার করে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই নৃশংস ঘটনার জন্য দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত