বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

বগুড়ার শাজাহানপুরে ব্যবসায়ী স্ত্রীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

সাজেদুল ইসলাম রাসেল ,বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা বাজার এলাকায় কীটনাশক ব্যবসায়ীর স্ত্রী মোছাঃ জাকিয়া সুলতানা (২৪) তার স্বামীর ব্যবসায়িক পাওনা টাকা চাওয়ায় মারধর ও শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় তিনি শাজাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, জাকিয়া সুলতানার স্বামী মোঃ সাইফুল ইসলাম জালশুকা বাজারে মেসার্স রহমান ট্রেডার্স নামে একটি কীটনাশকের দোকান পরিচালনা করেন। তার দাবি, অভিযুক্ত মোঃ আব্দুল হাকিম ভুট্টা (৫৫), যিনি খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, তার কাছ থেকে ৩৮ বছর আগে কীটনাশক কেনার পর এখনো ২৪,৪৬৫ টাকা বাকি রয়েছে।

অভিযোগ অনুযায়ী, পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্ত আব্দুল হাকিম ভুট্টার নির্দেশে তার ছেলে যুবলীগ নেতা রিয়াজ আহমেদ (২৫) এবং মোঃ মিম (২১) জাকিয়া সুলতানাকে গালিগালাজ করেন। এরপর রিয়াজ আহমেদ লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করতে গেলে তিনি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করেন, ফলে তার ডান হাতের মধ্যমা আঙুলে গুরুতর চোট লাগে। পরে তারা সবাই মিলে তাকে মারধর করেন এবং তার গলা থেকে ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, রিয়াজ আহমেদ ও মিম তার পড়নের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায় এবং যাওয়ার আগে প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে হামিদুল ইসলাম (৫২), শরিফুল ইসলাম শরিফ (৩০) এবং এনামুল হক মণ্ডল (৫০)-এর নাম উল্লেখ করা হয়েছে। পুলিশ অভিযোগটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments