
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধীন এলাকায় ট্রেনে কাটাপড়ে তাওসীদ হাসান (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মালঞ্চা গ্রামের মোহাম্মদ হাসান আলীর ছেলে। বৃহস্পতিবার ভোরে পাঁচবিবির ফেনতারা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলায় ওই যুবক নেশাগ্রস্থ অবস্থায় রেললাইনের উপর চলাফেরা করছিল। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা মেইল সান্তাহার রেলওয়ে থানাধীন পাঁচবিবির ফেনতারা নামক এলাকায় পৌঁছলে ট্রেনের নিচে কাটাপড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আযম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।