বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবগুড়া বহুল আলোচিত পিতার সম্মুখে পুত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

বগুড়া বহুল আলোচিত পিতার সম্মুখে পুত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার।

সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি

গত ২৮/০১/২০২৫ আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় ছিনতাইকৃত মোবাইল ফোনের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আসামি হৃদয়ের সাথে বিরোধ ও মনোমালিন্যে হয় এর‌ই জের ধরে বগুডা শহরের ফুলবাড়ী মধ্যপাড়া নান্নুমতি মাদ্রাসার পুকুর পাড়ে রবিন ও অন্যান্য আসামীরা হৃদয়কে বাসা থেকে ডেকে উপর্যুপরি ধারালো ছুরি দ্বারা আঘাত করতে থাকে এক পর্যায়ে নিহত হৃদয়ের বাবা মোহাম্মদ বাবু মিয়া দূর থেকে দেখতে পান। যে তার ছেলেকে কয়েক জন মিলে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করছে তখন তার চিৎকারে আসামীরা হৃদয়কে রক্তাক্ত অবস্থায় সরিষা ক্ষেতে ফেলে পালিয়ে যায়।আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করানো হলে অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায়। পরবর্তীতে নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন । উক্ত হত্যা মামলার সূত্র ধরে র‍্যাব,১২বগুড়া ও র‍্যাব,১ ঢাকার যৌথ অভিযানে ঢাকা উওরার থানার ৪, নং সেক্টর থেকে হৃদয় হত্যার মূল আসামি রবিন(২২) পিতা: আঃ জলিল সাং ফুলবাড়ি মধ্যপাড়া থানা ও জেলা বগুড়া কে গ্রেপ্তার করা হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments