
সাজেদুল ইসলাম রাসেল, বগুড়া সদর(বগুড়া)নিজস্ব প্রতিনিধি
বগুড়া আজিজুল হক কলেজের সামনে থেকে দশ লক্ষ ৫০.হাজার টাকা ছিনতাই এর মামলার তাদের কে গ্রেফতার করা হয়। বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার দিক নির্দেশনায় সদর থানার ওসি এসএম মঈন উদ্দিন এর নেতৃত্বে শহরের সাতমাথায় ডিউটিরত অবস্থায় একটি গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে সদর থানার ১১ নং মামলার আসামি শহরের রহমান নগর মোছাঃ রাশেদা পারিভীনের বাসায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে শহরের রহমান নগরে অভিযান চালিয়ে আসামি মোঃ জিহাদ (২৩) কে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামির দেওয়া স্বীকারোক্তিতে তার স্বয়ং কক্ষে টেবিলের উপর রাখা লাল রংয়ের টেডি বেয়ার পুতুল এর মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ০১ (এক) টি সচল বিদেশী পিস্তল (আগ্নেয়াস্ত্র ) তাজা তিনটি গুলি সহ ম্যাগাজিন উদ্ধার করা হয়, এবং আরো তল্লাশি চালিয়ে তার শয়নকক্ষে খাটের নিচে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়, অপরদিকে শহরের ইসলামপুর হরি গাড়ি হাসান জুট মিলের পাশে থেকে মো: রাসু (২০), পিতা- মৃত রাঘু,মো: আরিফ আহম্মেদ কবির (২৪), পিতা- মো: চান মিয়া, ৩. মো: রিয়াদ (১৯), পিতা- সাইদুল ইসলাম, নামে তিন ছিনতাইকারীকে আটক করা হয়।