বাড়িঢাকা বিভাগগাজীপুর জেলাবঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন ও বিনিয়োগ কারীদের সাথে প্রযুক্তি প্রতিমন্ত্রীর  মতবিনিময়

বঙ্গবন্ধু হাইটেক পার্ক পরিদর্শন ও বিনিয়োগ কারীদের সাথে প্রযুক্তি প্রতিমন্ত্রীর  মতবিনিময়

স্বপন সরকার,   কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদকঃ

গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের বিভিন্ন প্রযুক্তি উৎপাদনকারী কারখানা পরিদর্শন শেষে প্রযুক্তি খাতে বিনিয়োগ কারীদের সাথে মত বিনিময় করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের সোলারিস ভবনের অডিটোরিয়ামে এ বিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক জি এস এম জাফরউল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন সহ বঙ্গবন্ধু হাইটেক পার্কে প্রযুক্তি খাতে বিনিয়োগ করা দেশী-বিদেশী একাধিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। মতবিনিময় সভার পূর্বে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক স্মার্ট ল্যাপটপ অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, ব্যাটারি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, স্মার্ট টিভি অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি, এটিএম, সুআরএম, পস এবং সিডিএম মেশিন ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি,ড্যাফোডিল কম্পিউটার অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি,ফাইবার অপটিক ক্যাবল ইন্ডাস্ট্রি,হুন্দই গাড়ী উৎপাদন কারখানা এবং ডিডিসি ডাটা পার্ক প্রইভেট লিঃ-এর ডাটা সেন্টার স্থাপনের নির্ধারিত জায়গা,বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড- এর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন,বঙ্গবন্ধু হাই-টেক সিটি কালিয়াকৈরে একটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে। অ্যাডমিন জোনে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, সিনেপ্লেক্স, শপিং মল, হোটেল, হাসপাতাল, মসজিদ, আবাসন, মাল্টিটেনান্ট বিল্ডিং ইত্যাদির মতো সুযোগ-সুবিধাসহ অবকাঠামো স্থাপন করার উদ্দেশ্যে একটি প্রকল্প পরিকল্পনা চলছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments