বাড়িচট্টগ্রাম বিভাগকক্সবাজার জেলাবদরখালীতে পারিবারিক ঝগড়ায় ভাইপুতের হাতে চাচা হোছাইনগীর ৩৬ নিহত।

বদরখালীতে পারিবারিক ঝগড়ায় ভাইপুতের হাতে চাচা হোছাইনগীর ৩৬ নিহত।

রাজিবুল ইসলাম,চকরিয়া(কক্সবাজার)নিজস্ব প্রতিনিধি:

বদরখালীতে পারিবারিক ঝগড়ায় সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের সময় ফুলতলা ষ্টেশনে  আপন বড় ভাইয়ের ছেলে (মো: ফোরকান প্রকাশ কালু) এর হাতে চাচা মো: হোছাইনগীর বয়স ৩৬ নিহত হয়, নিহতের বাড়ী বদরখালী ছনুয়াপাড়া ৮নং ওয়ার্ডে, তাদের পারিবারিক সূত্রে জানতে পারি হোছাইনগীরের স্ত্রীর সাথে আপন বড় ভাই হাছানগীরের স্ত্রী এর ঝগড়া হয়, সেই ঝগড়ার সূত্র ধরে আপন চাচাকে ভাতিজা ফোরকান প্রকাশ কালু বদরখালী ফুলতলা ষ্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি চুরি মারতে থাকে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে ফোরকান প্রকাশ কালু পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন হোছাইনগীরকে হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখতে পেয়ে ডাক্তার চকরিয়া সরকারি হাসপাতালে রেফার করেন, তাদের সাথে থাকা একজন জানান হাসপাতালে যাওয়ার পথেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন হোছাইনগীর। এই বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের ভূঁইয়া কে তাৎক্ষণিক অবগত করা হয় তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments