রংপুরের বদরগঞ্জ উপজেলার ফসলি জমিতে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষক কৃষাণির মুখে আনন্দের হাসি ফুটেছে।জনমনে আনন্দ বিরাজ করছে। বদরগঞ্জের আশে পাশের ইউনিয়নগুলোতে জমিতে পাকা ও আধা পাকা ধান মৃদু বাতাসের আলিঙ্গনে দুলছে। মনোমুগ্ধকর পরিবেশে আর ধানের মৌ মৌ গন্ধ চারদিকে ছরিয়ে পড়েছে। ১৫ই নভেম্বর (শুক্রবার)সকালে সরজমিনে দেখা যায় বদরগঞ্জ উপজেলায় ফসলি মাঠ গুলোতে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটা শ্রমিকদের সাথে জমির মালিকেরাও আনন্দ উল্লাসে ধান কাটছে। এ সময় উপজেলার ১০ নং মধুপুর ইউনিয়নের রফিক, জাবের, আমজাদ সহ একাধিক কৃষকের সাথে আলাপচারিতায় "দৈনিক প্রথম বাংলা" কে বলেন এবছর আমাদের উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বন্যা খরার প্রভাব তেমন না হওয়ায়, আমনের ক্ষয়ক্ষতি হয় নি, তাই ধানের ফলন আশাব্যঞ্জক হয়েছে। এখন সরকার ধানের দাম সঠিক দিলে লাভবান হব।
তারা আরও বলেন এমন ফসল কাটতে পেরে আমরা খুবই আনন্দিত।
আশা করা যায় (৬-৭) দিনের মধ্যে উপজেলার সব ইউনিয়নের গ্রাম গুলোতে ধান কাটা পুরো দামে শুরু হয়ে যাবে। এক সপ্তাহ ধরে ধান কাটা শুরু হয়েছে।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা "দৈনিক প্রথম বাংলা ''পত্রিকা কে বলেন এবার উপজেলায় মোট ১৯,৭২৫ হেক্টর জমিতে আমনের চাষাবাদ হয়েছ।আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করা যায় এবার সরকারি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জমিতে অধিক ফসল দেখে কৃষক কৃষাণীর মুখে আনন্দ ফুটে উঠেছে।
গ্রামগুলোতে নবান্নের উৎসব আনন্দ বিরাজ করছে।