বাড়িরংপুর বিভাগরংপুর জেলাবদরগঞ্জে এক কৃষকের বুরো আমনের ফসল বাঁচানোর গল্প ।

বদরগঞ্জে এক কৃষকের বুরো আমনের ফসল বাঁচানোর গল্প ।

মোঃইনামুল হক,বদরগঞ্জ(রংপুর) শিক্ষানবিশ প্রতিনিধিঃ

ঘূর্ণিঝড় দানার প্রভাব বদরগঞ্জ এর প্রায় সব কয়টি ইউনিয়নে পরে, ফলে ইউনিয়নে গুলোতে বুরো আমন ধানের বেশ ক্ষতি হয়েছে। দামোদরপুর, বিষ্ণুপুর মধুপুর গোপালপুর সহ এর আশেপাশের এলাকা গুলোতে এই ক্ষতির খবর পাওয়া যায়।

বদরগঞ্জে ঘূর্ণিঝড় দানার প্রভাবে গত তিনদিন প্রচুর ঝড়ো বাতাস ও বৃষ্টি হয়েছে। ফলে বুরো আমনের অনেক জমির ধান গাছ মাটিতে নুয়ে পরেছে,এরে মধ্যে ফলন কমে হওয়া আশংকায়, অনেক কৃষকের কপালে চিন্তার ভাজ লক্ষ কারা যাচ্ছে।

এ বিষয়ে,ফকিরপাড়ার(দামোদরপুর) এর কৃষক নাজিমুল এর

সাথে কথা বলে জানা যায়, , তিনি একজন বর্গাচাষী, তার প্রায় এক একর জমিতে আমন লাগিছেন, সেই আমনের ফসল অধিকাংশ মাটিতে নিয়ে পরেছে, ফলে, ফলন কম হওয়ার আশঙ্কায় তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এ বিষয়ে কৃষিবিদ সাজিদুর রহমান (পলাশ)এর নিকট পরামর্শ চাইলে তিনি তাকে পরামর্শ দেন যে , নুয়ে পড়া ধান গাছগুলো কয়েকটি একসাথে করে বাধিয়ে দিলে ফলন ভালো হবে, তাতে ক্ষতি কম হবে। কৃষিবিদের পরামর্শ ক্রমে নাজিমুল নিজ জমিতে ধান গাছ দাঁড় করিয়ে দেন।

এদিকে অত্র উপজেলার গ্রামের হাট গুলোতে দেখা যাচ্ছে কৃষক নুয়ে পড়া ধান গাছগুলো কেটে এনে গরুর খাবার হিসাবে, অল্প দামে বিক্রি করছেন। এতে আমন ধানের ফলন কমে যাওয়া আশঙ্কা দেখা যাচ্ছে।

এ নিয়ে সচেতনতা বারানো উচিত।

 

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments