
বদরগঞ্জ(রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
সোমাবার (১৭ ফেব্রুয়ারী ) মাগরিবের নামাজের পর বদরগঞ্জ উপজেলা জামায়াতের অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বদরগঞ্জ পৌরসভার কয়েকটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বদরগঞ্জ উপজেলা শাখার জামায়াতের আমীর,মাওলানা কামরুজ্জামান অভিযোগ করেন , স্বৈরাচারী হাসিনা’র পতন হওয়ার ছয় মাস হলো কিন্ত এখনো স্বৈরাচারী আমলে সবচেয়ে নির্যাতনের শিকার মিথ্যা মামলার আসামী এ,টি,এম আজহারুল ইসলামের মুক্তি হয় নি।অনতিবিলম্ব মিথ্যা মামলা প্রত্যাহার করে এ,টি,এম আজহারুল ইসলাম কে কারামুক্ত করেতে হবে এবং দলের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে তা না হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণ কে সাথে নিয়ে জোরালো আন্দোলন গড়ে তুলবে।আগামী ২০ ফেব্রুয়ারিতে কারাবন্দী এ,টি,এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে জামায়াতের রংপুর শাখার সুরা সদস্য হান্নান খান বলেন, দীর্ঘদিন যাবত আজহার ভাই কে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারে বন্দী করে রাখা হয়েছে। তার উপর চরম জুলুম নির্যাতন করা হয়েছে। স্বৈরাচারী হাসিনা’র পতন হলেও আজহার ভাই এখনো মুক্তি পায় নি।বদরগঞ্জ বাসি তার মুক্তির দাবি জানাচ্ছে।
বদরগঞ্জ পৌরসভার আমীর মাহফুজার রহমান বলেন, ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত জামায়াতের দায়িত্বশীলদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে এ,টি,এম আজহার কে মুক্তি দিতে হবে এবং নিবন্ধন ফিরিয়ে দিতে হবে । অন্যথায় আন্দোলন চলতেই থাকবে।
বদরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি আবুল হাসান আরো বলেন, ‘বাংলাদেশের জামায়াতে ইসলামী জুলাই অভ্যুত্থানে বিশেষ ভুমিকা পালন করলেও এখনো দলটি নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয় নি।সাধারণ জনগণের প্রিয়ও মার্কা দাঁড়ি পাল্লা সহ নিবন্ধন ফিরিয়ে দিতে হবে।
মাসুদ রানার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাহিদুল ইসলাম, বদরগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আল আমানী কবির, শাহ্ মোঃ রাকিবুল হাসান প্রমুখ।