বাড়িবাংলাদেশেঢাকা বিভাগবন্দরে চোরাইকৃত মিশুকসহ আটক ১

বন্দরে চোরাইকৃত মিশুকসহ আটক ১

ফাহিম হোসেন,নারায়নগঞ্জ সদর(নারায়নগঞ্জ)শিক্ষানবিশ প্রতিনিধি।

বন্দরে চুরিকরা মিশুকসহ বাশার (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত বাশার ফতুল্লা থানার ভূঁইগড় এলাকার মোজাফফর হোসেন মিয়ার ছেলে।

শুক্রবার (৭ জুন) দুপুরে আটককৃত বাশারকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগের দিন বৃহস্পতিবার রাতে বন্দর থানার ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা অভিযান শুরু করি। অভিযানে চোরাইকৃত মিশুকসহ বাশার নামে এক আটক করতে সক্ষম হয়েছি। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে। আজ দুপুরে আটককৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এর আগে গত ২৮ মে রাত ১০ টা হইতে ২৯ মে ভোর সাড়ে ৫টায় বন্দর থানার কেওঢালাস্থ ফজর আলী গ্যারেজে ৫ টি মিশুক চুরির ঘটনা ঘটে। এ ব্যাপারে অটো মিশুক গাড়ী মালিক মেহেদী হাসান বাদী হয়ে গত বৃহস্পতিবার (৭ জুন) সকালে অজ্ঞাত চোরদের আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments