বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবরগুনার আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী, বান্দ্রা গ্রামে আগুন আতঙ্ক,

বরগুনার আমতলী সদর ইউনিয়নের সেকান্দারখালী, বান্দ্রা গ্রামে আগুন আতঙ্ক,

এস এম নাসির মাহমুদ ,আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের সেকান্দার খালী, বান্দ্রা গ্রামে জনসাধারণদের মাঝে আগুন আতংঙ্ক বিরাজ করছে।
স্হানীয় সুএে জানা জানা যায় ২২ ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাত অনুমান ১১ টার দিকে সেকান্দারখালি গ্রামের রুহুল আমিন সিকদারের ১টি, নুরল ইসলামের ২ টি মো,চান মিয়ার ১ টি মো রেজাউল করিম মাস্টারের ২ টি ও আব্দুল ফকিরের ২ টি মোট ৮ টি বাড়ীরর খড়ের গাদায় আগুন লাগিয়ে পালিয়ে যায় দুরবত্তরা,, খবর পেয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক মো, জালাল উদ্দিন মৃধা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল মৃধা সংশ্লিষ্ট ৮ নং ওয়ার্ড মেম্বার শফিকুল আলম ৮ নং ওয়ার্ডের সমাজ সেবক মো,মাসুম বিল্লাহ, আমতলী ইউনিয়ন কৃষক দলের সভাপতি রেজাউল কবির গাজী ও ৮ নং ওয়ার্ড বিএনপির নেতা দেলোয়ার মোল্লা, সহ বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্হলে ছুটে যান, ও দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য জোর হুশিয়ারি ও পাহারার দেয়ার ব্যবস্থা করেন। বিষয়টি এলাকায় আগুন আতঙ্কে চাঞ্চল্যর বিরাজ করছে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments