বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবরগুনার আমতলী সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের...

বরগুনার আমতলী সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।

এস এম নাসির মাহমুদ ,আমতলী( বরগুনা) প্রতিনিধি 

বরগুনার আমতলী সরকারী ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন দুদক।বিষয়টি নিশ্চিত করেছেন দুদক পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বরগুনা স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে সাবেক অধ্যক্ষ মজিবুর রহমানকে আসামি করে পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মজিবুর রহমান আমতলীর চাওড়া কাওনিয়া এলাকার ফজলুল করিমের ছেলে। তিনি আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ পদে কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০/০৬/১৬খ্রি. পর্যন্ত মজিবুর রহমানের মোট সঞ্চয় ছিল ৫৪ লাখ ৪৯ হাজার ২৭৪ টাকা। ওই সঞ্চয়ের বিপরীতে তিনি মোট ১ কোটি ৬ লাখ ৬০ হাজার ১২২ টাকার সম্পদ অর্জন করেন। অর্থাৎ, তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ দাঁড়ায় ৫২ লাখ ১০ হাজার ৮৪৮ টাকা। এ ছাড়াও, তিনি তার দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১ হাজার ২২৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন। বিধায়, তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে আসামি মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক রাসেল রনি বলেন, মজিবুর রহমানের কাছে সম্পত্তির তথ্য চায় দুদক। মজিবুর রহমানের দেওয়া তথ্যে তিনি ৯১ হাজার ২২৩ টাকার সম্পদের তথ্য গোপন করে। ফলে মজিবুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments