বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবরগুনার আমতলী হলদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মজিবুরের ঘরে দুর্বৃত্তদের আগুন 

বরগুনার আমতলী হলদিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মজিবুরের ঘরে দুর্বৃত্তদের আগুন 

এস এম নাসির মাহমুদ ,আমতলী( বরগুনা) প্রতিনিধি 
বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি ও উপজেলা মসজীবী দলের প্রচার সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের ১ টি টিন সেট ঘর দুর্বৃত্তরা আগুন লাগিয়ে পুড়িয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ও সরেজমিনে গিয়ে জানা যায় ১৯ শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার সময় মজিবুর রহমান ও তার ছেলে আবু তালেব বাড়ী সংলগ্ন রাস্তায় দোকানে ছিলেন ও মজিবুর রহমানের স্ত্রী মোসাম্মৎ নাসিমা বেগম তার বাবার ঘরে ছিলেন এই সুযোগে দুর্বৃত্তরা ঘরের পিছন থেকে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এতে ক্ষতির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা, ঘরে থাকা আসবাপত্র মূল্যবান দলিলপত্রাদি পুড়ে যায়। ঘরে আগুন লাগলে ডাকচিৎকারে মজিবুর রহমান, ও তার ছেলে আবুতালেব ও স্হানীয় সবুজ মাতুব্বর, মিলন চৌকিদার, জাকির চৌকিদার বজলু সরদার সহ স্থানীয় অনেকে আগুন নেভানোর শত চেষ্টা করেও এতে তারা ব্যর্থ হন । ভুক্তভোগী মজিবুর রহমান বলেন আমাদের গায়ের পোশাক ছাড়া ঘরের ভিতর যাহাই ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে আমি এখন নিঃশ্ব প্রায়। তিনি আরো বলেন যে, বিগত দিনগুলোতে আমি বিএন পি করায় আওয়ামী লীগ শেখ হাসিনার দোসরা আমার ও উপায় জোর জুলুম করে খোপের হাস ও খড়ের ছাগল পর্যন্ত খেয়েছে। এখনো তারা থেমে নেই এ ঘটনা তারাই ঘটিয়েছে। আমি উচ্চ মহলের প্রশাসনের কাছে সু বিচার কামনা করছি। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments