বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি:
রাজনৈতিক মামলায় গ্রেফতার বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত এডহক কমিটির সভাপতি ও আওয়ামী লীগ কর্মী শাখাওয়াত হোসেন মনিরকে বাাঁচাতে মরিয়া হয়েছে উঠেছে বরিশাল জেলা ও সদর উপজেলা বাস্তুহারা দলের কয়েকজন নেতাকর্মী। রাতারাতি পূর্বের কমিটিতে থেকে একজন যুগ্ম আহবায়কের নাম কেটে সেখানে শাখাওয়াত হোসেন মনিরের নাম বসিয়ে নানা ছলচাতুরীর আশ্রয় নিয়েছে বলে অভিযোগ একাধিক নেতাকর্মীর। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
জানা গেছে- শাখাওয়াত হোসেন মনির সক্রিয় আওয়ামী লীগ কর্মী। বিগত ২০১২ সালে চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্যাডে সভাপতি সুলতান আহমেদ খানের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে শাখাওয়াত হোসেন মনির একজন সক্রিয় আওয়ামী লীগ কর্মী মর্মে প্রত্যয়ন দিয়েছিলেন। ৫ আগষ্টের পর নিজেকে রক্ষার্থে ভর করেন বরিশাল জেলা বাস্তুহারা দলের সভাপতি জসিম উদ্দিন মিলন ও সদর উপজেলা বাস্তুহারা দলের আহবায়ক শাহ আলম হাওলাদারের কাধে। এরপর থেকে মিছিল-মিটিং থেকে শুরু করে বাস্তুহারা দলের সব কার্যক্রম চলতো মনিরের দোকানে। এমনকি তাদের অর্থের যোগানদাতা হিসেবেও সুপরিচিতি লাভ করেন মনির।