
মোঃ সাদ্দাম হোসেন বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা শাখার উদ্যোগে “পরিচিতি ও আলোচনা সভা” অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় বরিশাল সদর রোডস্থ বিএনপি জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক জনাব মোঃ সিরাজুল মনির।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জনাব মোঃ জহিরুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ তানজিল সিকদার এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ মশিউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল দক্ষিণ জেলা শাখার সভাপতি জনাব মোঃ আবু সুফিয়ান।
সঞ্চালনায় ছিলেন বরিশাল উত্তর জেলা শাখার সভাপতি জনাব মোঃ হাসিবুর রহমান (আক্তার) এবং বরিশাল দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ রাশিদুল ইসলাম হাসান।
অনুষ্ঠানে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে গণজাগরণ দলের কর্মকাণ্ড প্রসারিত করা এবং কেন্দ্রীয় কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন।
আয়োজনে ছিল — বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল, বরিশাল দক্ষিণ ও উত্তর জেলা শাখা।