
কাঠালিয়া(ঝালকাঠি)শিক্ষানবিশ প্রতিনিধি:
আজ ২৩ শে জুন সারাদেশের ন্যায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বর্ণনাট্য অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী, প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে পুষ্প অর্পণ করেন কাঠালিয়া উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কাঠালিয়া উপজেলার সাধারণ সম্পাদক জনাব এমাদুল হক মনির উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব বিমল চন্দ্র সমাদ্দার এ সময় উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলার ৬ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানগন, উপস্থিত ছিলেন ৬ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, সাংবাদিক, সাধারণ জনতা। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পরে শহর জুড়ে রেলি অনুষ্ঠিত হয় এরপরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবু বিমল চন্দ্র সমাদ্দার সভাপতি কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগ অনুষ্ঠান সঞ্চালনা করেন ও মূল বক্তব্য পেশ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব এমাদুল হক মনির অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সকল ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে জনব মো: রোকন শিকদার সাধারণ সম্পাদক কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ, সকল চেয়ারম্যানের পক্ষ থেকে বক্তব্য রাখেন পাটিকেলকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবু শিশির দাস, অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাঠালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব নাহিদ শিকদার, বক্তব্য রাখেন সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে জনাব মোঃ বাচ্চু শিকদার আরো বক্তব্য রাখেন জনাব জেনিফ শিকদার ডিআরডিবির চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সবাইকে ধন্যবাদ জানান তাকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য , সকলের নিকট দোয়া চান প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামী লীগকে যেন আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। সকল নেতাকর্মীদের জন্য দোয়া মোনাজাত করা হয় সর্বশেষে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।