বাড়িরংপুর বিভাগরংপুর জেলাবসন্তে আমের সোনালী মুকুল মুগ্ধতা ছড়াচ্ছে

বসন্তে আমের সোনালী মুকুল মুগ্ধতা ছড়াচ্ছে

মোঃ ইনামুল হক, বদরগঞ্জ(রংপুর)শিক্ষানবিশ প্রতিনিধি
বদরগঞ্জে মুগ্ধতা ছড়িয়ে রেখেছে সবুজ আমের বাগান । যেন অপার সৌন্দর্যের সবুজের লীলাভূমি। এর মধ্যে মধু মাসের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে হাজির হয়েছে আমের মুকুল। বাতাসে ভেসে বেড়াচ্ছে মুকুলের মিষ্টি ঘ্রাণ। ঘ্রাণে বিমোহিত মৌমাছিদের উঠোউড়ি মুকুল থেকে মুকুলে। সব মিলে দারুণ খুশি উত্তরের আম চাষিরা।


  রংপুরে সুস্বাদু হাড়িভাঙ্গা আমের সুনাম রয়েছে সারাদেশে। বদরগঞ্জ  উপজেলা ছাড়াও জেলার  সাত উপজেলার প্রতিটি বাগান এবং বাড়ির আঙ্গিনায় এবার হাড়িভাঙা  বারি ৪, কার্টিমনসহ মিশরিভোগ বিভিন্ন জাতের গাছে এসেছে প্রচুর মুকুল। চাষিরা এখন থেকেই মুকুল রক্ষায় গাছের পরিচর্যায় করছেন।

বদরগঞ্জ উপজেলার  উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের খামারের ডাঙ্গার আম চাষি জিকরুল আনাম লিটন জানান, এই বছর আমের মুকুল ভালো এসেছে। আশায় বুক বেধে বাগান পরিচর্যা চলছে।

বদরগঞ্জ উপজেলায়  ছোট-বড় মিলে সাড়ে ২৬৩৫ বেশি আম বাগান রয়েছে। প্রতি বছর বাগান বৃদ্ধি পাচ্ছে বলে জানান আম চাষি নওয়াজ শরিফ। 

 বদরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ বলেন, গুঁটি এলে ছত্রাক নাশক ও পোকার ওষুধ দিতে হবে। গাছের গোড়ায় পানি, জৈব ও রাসায়নিক সার দিতে হবে। মুকুল আসার পর ফলন নির্ভর করে পরিচর্যার ওপর। পরিচর্যা যত ভালো হবে তত ফলন ভালো হবে।

বদরগঞ্জ কৃষি সম্প্রসারন  অফিসার ওসমানগণি বলেন, আম গাছে মুকুল ভালো এসেছে। চাষিরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করতে পারলে চলতি মৌসুমে উপজেলায়  লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন সম্ভব হবে। এছাড়া চাষিদের নিয়মিত মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও নানা পরামর্শ দিয়ে যাচ্ছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments