
বদরগঞ্জ উপজেলার উপজেলার ১৪নং বিষ্ণুপুর ইউনিয়নের খামারের ডাঙ্গার আম চাষি জিকরুল আনাম লিটন জানান, এই বছর আমের মুকুল ভালো এসেছে। আশায় বুক বেধে বাগান পরিচর্যা চলছে।
বদরগঞ্জ উপজেলায় ছোট-বড় মিলে সাড়ে ২৬৩৫ বেশি আম বাগান রয়েছে। প্রতি বছর বাগান বৃদ্ধি পাচ্ছে বলে জানান আম চাষি নওয়াজ শরিফ।
বদরগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা সেলিনা আফরোজ বলেন, গুঁটি এলে ছত্রাক নাশক ও পোকার ওষুধ দিতে হবে। গাছের গোড়ায় পানি, জৈব ও রাসায়নিক সার দিতে হবে। মুকুল আসার পর ফলন নির্ভর করে পরিচর্যার ওপর। পরিচর্যা যত ভালো হবে তত ফলন ভালো হবে।
বদরগঞ্জ কৃষি সম্প্রসারন অফিসার ওসমানগণি বলেন, আম গাছে মুকুল ভালো এসেছে। চাষিরা কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যা করতে পারলে চলতি মৌসুমে উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আম উৎপাদন সম্ভব হবে। এছাড়া চাষিদের নিয়মিত মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও নানা পরামর্শ দিয়ে যাচ্ছি।