বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁচার আকুতি- ক্যান্সার আক্রান্ত হাশেমের।

বাঁচার আকুতি- ক্যান্সার আক্রান্ত হাশেমের।

রিদুয়ানুল বারী সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।

ক্যান্সার আক্রান্ত হাসেম বাঁচতে চান, চাচ্ছেন সবার সহযোগিতা।

সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাছিয়াপাড় বেড়িবাঁধের নিচে ভুমিহীন ভাবে বসবাস করছেন মোঃ হাশেম, এক সময় নদী ভাঙনে দিশেহারা হয়ে সরকারি বেড়িবাঁধের নিচে ঝুপড়ি ঘর করে পরিবার পরিজন স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে কোনমতে জীবন যাপন করছেন মোঃ হাশেম( ৪২), পেশায় ছিলেন ট্রলির ড্রাইভার, গত ১ বছর যাবৎ তার শরীরে বাসা বেধেছে মরণব্যাধি ফুসফুস ক্যানসার, ইতিমধ্যে ঢাকা ও চট্টগ্রামের অনেক হাসপাতালে চিকিৎসায় ঘুরেছেন তিনি, নিজের কিছু সামান্য সঞ্চয় ও ট্রলি বিক্রি করে কিছুটা চিকিৎসা করিয়াছেন, তাতে কোন সমস্যা সমাধান হয়নি, ডাক্তারেরা জানিয়েছেন তার ফুসফুস ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজন ৮ লক্ষ টাকা, এ টাকা হাশেমের পক্ষে বহনকরা সম্ভব নয়, গতকাল হাশেমের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্ত্রী ও ছেলে রনি(১৫) জনি( ১০) ও মেয়ে রিয়া (৬) এর অনাহার এবং হাশেমের চিকিৎসার জন্য আহাজারি। সন্তানেরা তার পিতাকে বাঁচাতে সমাজের বিত্তবানের সহযোগিতা কামনা করছেন। হাশেমকে সহযোগিতার জন্য প্রয়েজনে 01766137994 যোগাযোগঃ মেহেদী হাসান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments