
মোঃ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী চট্টগ্রাম )
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড স্থ আমিনা বাপের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায় যে, আমিনা বাপের বাড়ির আবদুল মোনাফের ঘরে আগুন ধরে এক পর্যায়ে আগুনের তীব্রতা ভয়াবহ রুপ নিয়ে বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা অনেক চেষ্টা করেও ঘরের কোনো মালামাল বের করতে পারে নাই। বসত ঘর, গরুর ঘর ও গরু পুড়ে প্রায় নিঃস্ব হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।