
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাও। শিক্ষার্থীদের পড়া লেখা নিয়মিত করতে হবে। বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্র- জনতা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে বিজয়ী হয়েছে। ছাএ -জনতার আন্দোলনে বাংলাদেশ থেকে স্বৈরশাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাএরা নতুন করে শপথ গ্রহণ করো, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে। পাঁচ আগস্ট আমরা যে সংগ্রাম করেছিলাম সেই সংগ্রামের মাত্র প্রথম অধ্যায় শেষ হয়েছে। সংগ্রামের দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমরা এ দেশে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ।
সংগ্রামের সর্বশেষ অধ্যায় হবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি আমরা সংসদে পাঠাবো। তারা জনগনের ভোটে জনপ্রতিনিধি হয়ে আইনের শাসন বাংলাদেশে কায়েম করবে। বাংলাদেশের মানুষের গনতান্ত্রিক অধিকার ফিরিয়ে নিয়ে আসবে।
তিনি আরো বলেন, তরুণ সমাজ রাজপথে ছিলো , রাজপথে আছে, রাজপথে থাকবে। শিক্ষার্থীদের লেখা পড়া নিয়মিত ভাবে করতে হবে। লেখা পড়া ছাড়া সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। তোমাদের প্রত্যেককে বলবো তোমরা ক্লাসে ফিরে যাও। তোমাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আগামীর ভবিষ্যৎ, আগামীর পৃথিবী তোমাদের সামনে উন্মুক্ত হয়ে আছে। এদেশ তোমরাই পরিচালনা করবে, এদেশ তোমরাই শাসন করবে। এদেশের মানুষ তোমাদেরই ভোট দিবে। তোমরা মাঝপথে এসে লেখা পড়া বিসর্জন দিতে পারো না। তোমরা ক্লাস রুমে ফিরে গিয়ে লেখা পড়া শেষ করে আবার তোমরা জনগণের মাঝে ফিরে আসবে জনগন তখন তোমাদের বুকে জড়িয়ে নিবে। এদেশের মানুষ তোমাদের ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব দিবে।
বুধবার (০১ জানুয়ারী) সন্ধায় পলাশ উপজেলার কো-অপারাটিভ মোড়ে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান এডভোকেট রোকসানা খন্দকার, ড. আব্দুল মঈন খানের মেয়ে নওশীন খান, পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম.এ সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, সহ-সভাপতি আওলাদ হোসেন জনি, এ্যাড. কানিজ ফাতেমা, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু,
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফিকুল ইসলাম খান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।