
সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি কৃষকনেতা আজিমুশ্বান (৯২)আজ ২৪ জানুয়ারী-২৫, শুক্রবার সকাল ১০.৩০মিনিটে কাহালু উপজেলার কাশিমালা গ্রামে নিজবাসভবণে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে,১মেয়ে সহ অগণিত অনুসারীদের রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সহ-সভাপতি এ্যাড নারায়ণ চাকী, এ্যাড লুৎফর রহমান, হুমায়ন কবির, ফিরোজ আকতার পলাশ, সাধারণ সম্পাদক হাসান আলী শেখ,সহ-সাধারণ সম্পাদক এ্যাড হাবিবুল হাসান ড্রেক, বীরেন মাহাতো, সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, জেলা কমিটির সদস্য শাহনিওয়াজ কবির খান পাপ্পু, আকতার উজ-জামান টুটুল, সোহানুর রহমান, বিপুল পাল, সাম্য সাগর, কৃষ্ণ মাহাতো, অপেলা মাহাতো, শফিকুল ইসলাম সহ বগুড়ার কৃষক সমিতির সকল নেতৃত্ব।