বাড়িরাজশাহী বিভাগবগুড়া জেলাবাংলাদেশ  কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি কৃষকনেতা  আজিমুশ্বান এর মৃত্যুতে আমরা...

বাংলাদেশ  কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি কৃষকনেতা  আজিমুশ্বান এর মৃত্যুতে আমরা শোকাহত।

সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।

বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি কৃষকনেতা আজিমুশ্বান (৯২)আজ ২৪ জানুয়ারী-২৫, শুক্রবার  সকাল ১০.৩০মিনিটে কাহালু উপজেলার কাশিমালা গ্রামে নিজবাসভবণে বাধ্যর্কজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে ৫ ছেলে,১মেয়ে সহ অগণিত অনুসারীদের রেখে গেছেন। 

তার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বিবৃতি প্রদান করেন কৃষক সমিতি বগুড়া জেলা কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, সহ-সভাপতি এ্যাড নারায়ণ চাকী, এ্যাড লুৎফর রহমান,  হুমায়ন কবির,  ফিরোজ আকতার পলাশ,  সাধারণ সম্পাদক হাসান আলী শেখ,সহ-সাধারণ সম্পাদক এ্যাড হাবিবুল হাসান ড্রেক, বীরেন মাহাতো,  সাংগঠনিক সম্পাদক নাদিম মাহমুদ, জেলা কমিটির  সদস্য শাহনিওয়াজ কবির খান পাপ্পু, আকতার উজ-জামান টুটুল,  সোহানুর রহমান,  বিপুল পাল, সাম্য সাগর, কৃষ্ণ মাহাতো, অপেলা মাহাতো, শফিকুল ইসলাম সহ বগুড়ার কৃষক সমিতির সকল নেতৃত্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments