সাইদুল আলম মাসুম ।। কানাইঘাট(সিলেট)প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কানাইঘাট উপজেলা শাখার ২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনের মাধ্যমে কেন্দ্র ঘোষিত এই প্রথম কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়।
উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব-আমিনুল ইসলাম আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-১নং ইউ/পি স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক-১/গোলাম মোস্তফা কামাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক-২/মোস্তফা কামাল হক ও যুগ্ম আহ্বায়ক-৩/আব্দুল করিম।২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক-রায়হান উদ্দিন এর সভাপতিত্বে ও সদস্য সচিব-মাছুম আহমদ এর পরিচালনায় অতিথি বৃন্দ বক্তব্য রাখেন।
স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক-মোশাররফ হোসেন রাসেল ও কুরআন তেলাওয়াত করেন-১নং লক্ষী প্রসাদ পূর্ব ইউ/পি ছাত্রদলের সংগ্রামী সভাপতি-নাজমুল ইসলাম নাফিস।
আজকের কর্মী সম্মেলনের মাধ্যমে সফলভাবে ২নং লক্ষী প্রসাদ পশ্চিম ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের কমিটি গঠন সম্পন্ন হয়েছে।ধাপে ধাপে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের কমিটি প্রদান করা হবে।