
মোহাম্মদ জামশেদ আলম, সীতাকুন্ড(চট্রগ্রাম)নিজস্ব প্রতিনিধি
গত ২২ মার্চ ২৫ ইং তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১নং সৈয়দপুর ইউনিয়ন এর ১নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এর আয়োজন করা হয়।
ওয়ার্ড যুবদলের সভাপতি, শাহরিয়ার আহম্মেদ সজিব এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: ১নং ওয়ার্ড বিএনপি`র সভাপতি, এ,কে আজাদ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- কাজী এনামুল বারী, সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১নং সৈয়দপুর ইউনিয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- এ্যড. আইনুল কামাল, সংগ্রামী সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ১নং সৈয়দপুর ইউনিয়ন। আলহাজ্ব কামাল উদ্দিন চৌধুরী, সাবেক যুগ্ম আহবায়ক, সীতাকুণ্ড উপজেলা বিএনপি। সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি, সভাপতি/সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড বিএনপি , সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি, সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি, ইউনিয়ন সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল, ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক/সাংগঠনিক সম্পাদক, যুবদল, ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক, ছাত্রদল এবং সভাপতি, মিরেরহাট বাজার পরিচালনা কমিটিসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেত্রীবৃন্দ প্রমুখ। ইফতার মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনায় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনেতা তারুন্যের অহংকার তারেক রহমানের সূস্থ্যতায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোন অন্যায় করেনা, অন্যায় কারীকে প্রশ্রয়ও দেন না। সামনে বহু প্রতিক্ষিত নির্বাচন, নির্বাচনে আমাদের প্রাণ প্রিয় সংগঠন ও প্রিয় নেতা অধ্যাপক আসলাম চৌ: কে নির্বাচিত করতে হবে। সেই লক্ষ্যে আমাদের সকলকে একযোগে গনমানুষের জন্য কাজ করতে হবে, পাশে থাকতে হবে মানুষের সুখে-দুখে। পলাতক হাসিনার দোসরা সচেষ্ট সাধারণ মানুষ ও আমাদের মধ্যে বিভেদ-বিভাজন সৃষ্টির জন্য। তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে।