
মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় ১৪ মার্চ শুক্রবার বাংলাদেশ জামাতে ইসলামী হোমনা পৌর শাখার আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শিরোনামে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহা: ছাইদুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিম উদ্দিন মোল্লা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসন।
এছাড়া প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মো: আলমগীর হোসাইন সরকার, নায়েবে আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা জেলা উত্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মো: লোকমান হোসাইন ভূঁইয়া, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মেঘনা উপজেলা, মাওলানা কাজী মো: ইব্রাহীম খলিল, কর্ম পরিষদ সদস্য, রাজনৈতিক, প্রশাসনিক ও নির্বাচন বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা, মাওলানা সাখাওয়াত হোসাইন, সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা, এবং মাওলানা মো: জাকারিয়া মোল্লা, সহকারী সেক্রেটারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা।
মাহফিলের পরিচালনায় ছিলেন মাওলানা মোঃ জায়েদুর রহমান মজুমদার, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা পৌরসভা।
এছাড়া, উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে হাফেজ মাওলানা মো: জালাল উদ্দিন রুমী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা, মাওলানা কাজী মো: নুরুল ইসলাম, জনাব মো: নুরুল ইসলাম ভুট্ট, জনাব মো: ইয়াছিন আরাফাত সিয়ামসহ ছাত্র শিবিরের নেতাকর্মী।
বক্তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার গুরুত্ব এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছেন। তারা বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম হলে সমাজে সত্য, ন্যায় এবং শাসনের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠিত হবে। ইসলামের বিধান ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হলে জনগণের অধিকার ও শান্তি প্রতিষ্ঠিত হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন এবং কল্যাণ নিশ্চিত করবে। এই প্রসঙ্গে বক্তারা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেশের একমাত্র দল হিসেবে চিহ্নিত করেছেন, যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথে দৃঢ় প্রতিজ্ঞ। তারা তাদের বক্তৃতায় জনগণের কাছে ভোট চেয়ে বলেছেন যে, জামায়াতে ইসলামী একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যেখানে ইসলামী মূল্যবোধ, শালীনতা এবং নৈতিকতা প্রতিষ্ঠিত হবে।
তারা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে দলটি ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়নের জন্য জনগণের সমর্থন কামনা করেছেন। জামায়াতে ইসলামী বিশ্বাস করে, জনগণের ভোটের মাধ্যমে যদি তারা ক্ষমতায় আসে, তবে দেশের প্রতিটি স্তরে ইসলামী মূল্যবোধ ও নীতি প্রতিষ্ঠা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে ইফতার পরিবেশন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মোহা: ছাইদুল হক, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হোমনা উপজেলা।