
রিদুয়ানুল বারী (সন্দ্বীপ) চট্টগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়নের উদ্যোগে ১৮ জানুয়ারি, ২০২৫ শনিবার ইউনিয়ন কার্যালয়/ পেলিশ্যার বাজার আইডিয়াল গণ পাঠাগারে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মগধরা ইউনিয়নের সভাপতি জনাব ছায়েদুল ইসলাম এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসাইন, সংগঠনের সন্দ্বীপ উপজেলা দপ্তর ও বায়তুল মাল সম্পাদক জনাব মাওলানা সবুর খান, মগধরা ইউনিয়ন সেক্রেটারী মো : আলাউদ্দিন, উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক শাহেদ খান,মগধরা ইউনিয়ন বায়তুল মাল সম্পাদক মো: আব্দুল হামিদ সুজন। এসময় আরো উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও শুভাকাঙ্খী বৃন্দ।
উল্লেখ্য যে মগধরা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আগত অসহায়দেরকে এ সময় শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণ করা হয়।