মোঃ আবু জাফর, কুমিল্লা ( আদর্শ সদর)শিক্ষানবিশ প্রতিনিধি ।
বিশেষ প্রতিবেদন: গতকাল রোজ বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মনিরুল ইসলাম কুমিল্লায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সকালে কুমিল্লার শিল্পকলা একাডেমিতে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় বলেন, মাদক সামাজিক ব্যাধি। মাদক নির্মূলে সকলের সহযোগিতা প্রয়োজন। সরকার মাদক নিয়ন্ত্রণে সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উক্ত আলোচনা সভার প্রতিপাদ্য বিষয় ছিল "মাদক ও উগ্রবাদ প্রতিরোধে অংশীজনের ভূমিকা"
কুমিল্লার পুলিশ লাইনে জেলা পুলিশের তত্ত্বাবধানে দোতলা বিশিষ্ট শ্রী শ্রী শিব মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। কোন অসাম্প্রদায়িক শক্তি যেন এ দেশের শান্তি বিনষ্ট করতে না পারে পুলিশ সর্বদা সজাগ থাকবে।
বিকেলে ভারতে আসা-যাওয়া এবং আমদানি-রপ্তানি ত্বরান্বিত করতে কুমিল্লার বিবির বাজারে অবস্থিত স্থলবন্দরের নতুন পুলিশ চেকপোস্ট উদ্বোধন করেন। এ সময় তিনি বিবির বাজার স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ইমিগ্রেশন কার্যক্রম দ্রুত ও সফলভাবে সম্পন্ন করার জন্য এই চেকপোষ্ট চালু করা হয়েছে। তিনি জনসাধারণকে পুলিশের উপর আস্থা অর্জনের অনুরোধ করেন। এতে পুলিশের ইন্টেলিজেন্স
আরো বেশি শক্তিশালী হবে এবং মানুষকে সহজে সহযোগিতা করতে পারবে।