
রিদুয়ানুল বারী, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার সন্দ্বীপ থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেলাল মোহাম্মদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক এস এম আইয়ুব আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম উপজেলা শিক্ষা অফিসার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবদুলন ওয়াহাব ও লিটন চন্দ্র সূত্রধর।
পূর্ব মাইটভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হান্নান প্রধান শিক্ষক বাউরিয়া উত্তর পশ্চিম সপ্রাবি ও অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা শাখা ।
ইফতারি আয়োজনে সামগ্রিক তত্বাবধানে ছিলেন আলহাজ তাহমিনা বেগম প্রধান শিক্ষক- থানা উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যুগ্ম সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সন্দ্বীপ উপজেলা।মাহে রমজানের তাৎপর্য ও রমজানের মহিমা থেকে শিক্ষা নিয়ে জীবন গঠন শীর্ষক আলোচনা করেন প্রশি এস এম আইয়ুব আলী।
অনুষ্ঠানে সন্দ্বীপ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন প্রধান শিক্ষক মাওলানা আব্দুল হান্নান।