পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মহসীনের বিরুদ্ধে মানববন্ধন করা করেছে উপজেলা বিএনপি।
আাজ রোববার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নাজিরপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হাজী মোঃ পলাশ, নাজিরপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ রুবেল তালুকদার, ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান মোঃ মুজাহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সভাপতি ওমর ফারুক প্রমূখ।
এসময় বক্তারা বলেন, চেয়ারম্যান মহসীন একজন দেশদ্রোহী, সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, ছাত্র আন্দোলনের ছাত্রদের খুনের সাথে জড়িত শেখ হাসিনার দোষর এবং নৈরাজ্য সৃষ্টিকারী।
বক্তারা আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে হবেনা এবং নাজিরপুর ইউনিয়নেও হতে দেয়া যাবেনা। নৈরাজ্য সৃষ্টিকারী চেয়ারম্যান মহসীন নাজিরপুর ইউনিয়নের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন এবং বিভিন্ন ভাবে ষড়যন্ত্রে লিপ্ত থেকে সাধারণ মানুষকে হয়রানী করছেন। ৫আগষ্টের পর থেকে নাজিরপুরের পরিবেশ অনেক শান্ত ছিল। কিন্তু ওই খুনি হাসিনার দালাল এসে নাজিরপুরের শান্তিকে বিনষ্ট করার পায়তারা চালাচ্ছে।
উল্লেখ্য- গত ২৬ নভেম্বর কেবা কাহারা রাতের অন্ধকারে মহসীনের বাড়িতে হামলা করে। এর প্রতিবাদে পরের দিন তার বাড়ির সামনে এলাকার লোকজন নিয়ে মানববন্ধন করেন। সেই মানববন্ধনে উদ্দেশ্য প্রনোদিত বক্তব্যে যাদেরকে দোষী সাব্যস্ত করেন তারা অনেকেই বাউফলের বাহিরে ছিলো। আমরা ওই মিথ্যা মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধন অনুষ্ঠানে নাজিরপুর ইউনিয়নের দুই শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।