বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে এক নারীসহ ৩ গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

বাউফলে এক নারীসহ ৩ গাঁজা ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে এক নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আজ রবিবার (১০নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের গোরস্থান এলাকা থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ইব্রাহিম (৪০), রুনু বেগম (৩৫) ও তার ভাই জামাল উদ্দিন (৪০)।মাদক মুক্ত কালাইয়া নামের একটি সংগঠনের পরিচালক মোঃ মাসুম সিদ্দিকী জানান, আটককৃতদের আগ থেকেই নজরধারীর মধ্যে  রাখা হয়। এরপর ঘটনার দিন সংগঠনের এক সদস্য উপজেলার মদনপুরা এলাকার ইব্রাহিমকে গাঁজাসহ হাতে নাতে আটক করে।

পরে ইব্রাহিমের স্বীকারোক্তি  অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে কালাইয়া বন্দরের গোরস্থান এলাকা থেকে গাঁজা ব্যবসায়ী রেজাউলসহ তার স্ত্রী রুনু বেগম ও তার ভাই জামাল উদ্দিনকে আটক করলেও কৌশলে   রেজাউল পালিয়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments