বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে চাঁদা না দেয়ায় ৭ জেলেকে পিটিয়ে আহত

বাউফলে চাঁদা না দেয়ায় ৭ জেলেকে পিটিয়ে আহত

মোঃ ফোরকান, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালী বাউফলের তেঁতুলিয়া নদীর মমিনপুরের লালচর এলাকায় চাঁদা না দেয়ায় জেলের নৌকায় হামলা চালিয়ে ৭জেলেকে পিটিয়ে আহত করা হয়েছে।

আহতরা হলেন, মোঃ সাইফুল গাজী (২৭), মোঃ ইমাম হোসেন (২১), মোঃ আনিচুর রহমান (১৮), মোঃ কালাম মুন্সি (৩৪) ও মোঃ সিফাত গাজীসহ  (১৯) ৭ জেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে।

এদের মধ্যে সাইফুল গাজী ও কালাম মুন্সিকে উপজেলা স্বাস্থ্য কমপে­ক্সে ভর্তি করা হয়েছে।

অন্যান্যদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটেছে ।

লোকমান মুন্সি নামে মমিনপুর এলাকার একজন জেলে জানায়, স্থানীয় বাবুল শরিফ, ইমরান, কালাম ও তার কয়েকজন সাঙ্গপাঙ্গরা কিছু দিন আগে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় তাদেরকে নদীতে জাল ফেলতে দিবেনা বলে হুমকি দেয়।

ঘটনার দিন দিবাগত রাত তিনটার দিকে  সাইফুল গাজী ৭/৮ জন জেলে ইঞ্জিন চালিত নৌকা নিয়ে নদীতে জাল ফেলতে গেলে ৫/৬ টি ট্রলার নিয়ে ৩০-৩৫ জন দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ ঘটনায় ৭ জেলে আহত হয়। দুর্বৃত্তরা এ সময়  তাদের কাছ থেকে ৭টি মোবাইলসহ ৩৫ হাজার টাকা মুল্যের কোন্দাল জাল ছিনিয়ে নেয়। ডাক-চিৎকার শুনে অন্যান্য নৌকার জেলেরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। সেখান থেকে তাদেরকে বাউফল স্বাস্থ্য কমপে­ক্সে নিয়ে আসা হয়।

তবে হামলার সাথে জড়িত বাবুল শরিফ, ইমরান, কালাম কারো বক্তব্য পাওয়া যায়নি।  বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments