প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৬:৫৪ পি.এম
বাউফলে জমি দখলকে কেন্দ্র করে হামলা ভাঙচুর ; আহত ৫

মাসুম বিল্লাহ বাউফল নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে জমি দখলে বাঁধা দেয়ায় প্রতিপক্ষের হামলায় পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মুমূর্ষু অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
আজ দুপুর সারে ১২টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের অমরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্বে মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন, কাছিপাড়া গ্রামের মৃত হাতেম আলী সিকদার এর ছেলে মো: আবু বকর সিকদার (৫৭), ইউনুস সিকদার (৬০) হারুন সিকদার (৫০),ফারুক সিকদার (৪৭) ও ইকবাল সিকদার (২০) কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বাউফল থানায় সুমন সিকদার (২৫), হেলাল সিকদার (৩৫), সজল সিকদার (২৩), নাইম সিকদার (২০), রাজিব সিকদার(২২), নাজির সিকদার (১৯) রিপন সিকদার(৪০), মুন্না (১৯) ও শাহীন শিকদার (৪৫)এর নামে অভিযোগ দায়ের করেছেন মো: আবু বকর সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অমরখালী গ্রামের মৃত হাতেম আলী সিকদার এর ছেলে মো: আবু বকর সিকদার এর ভোগ দখলীয় সম্পত্তিতে রিপন সিকদার (৪০) জোরপূর্বক ঘর উত্তোলন করে জমি দখল করে। ওই সময় বাঁধা দিলে রিপন সিকদার সহ তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আহত করে এবং বসত ঘরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে।
এ ব্যাপারে প্রতিপক্ষ জাহাঙ্গীর সিকদার বলেন এগুলো সাজানো নাটক, উল্টো তারা আমাদের উপর হামলা করেছে। বাউফল থানার ওসি মো: কামাল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত