পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে হাসান সরদার (২৭) নামে এক ট্রলি ড্রাইভার কে পিটিয়ে আহত করেন ট্রলি মালিক
আজ ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সারে ৭টায় কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে
খাদ্য গুদামের পাশে এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায় দাসপাড়া গ্রামের হাসান সরদার বিগত ৬ বছর কালাইয়া ২ নং ওয়ার্ডের ইট ব্যবসায়ী জসিম উদ্দিন(৪৫) এর সাথে কাজ করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের অযুহাতে তাকে মারধর করে। ঘটনার দিন বৃহস্পতিবার সকালে ড্রাইভার হাসান প্রতিদিনের ন্যায় ট্রলি চালাতে যায়, এ সময় জসিম ঠুঙ্ক এক অজুহাতে তাকে মারধর করেন তার মারধরের শব্দ শুনে তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে বাউফল হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আহত ট্রলি ড্রাইভার হাসান সরদার জানান, তিনি কয়েক বছর ধরে জসিম উদ্দিন এর গাড়ি চালান। গাড়ির মেরামতের কাজের জন্য তার মালিক কে জানালে তাকে মারধর করেন। এবং চাকরি করবো না বলে তাদেরকে জানালে চাকরি করতে হবে বলে হুমকি দেয়। তিনি বলেন, পূর্বে ও তাকে কালাইয়া ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের পিছনে মারধর করা সহ জীবন নাশের হুমকি দেওয়া হয়েছিল ।
এ বিষয়ে গাড়ির মালিক মো: জসিম উদ্দিন এর ছেলে শাহিন জানায়, ও চাকরি ছাড়ার জন্য এসব করছে তাকে কোন মারধর করা হয়নি।
এ ব্যাপারে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামাল হোসেন বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।