বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে বালতি মেপে বিক্রি হচ্ছে সরকারি চাল

বাউফলে বালতি মেপে বিক্রি হচ্ছে সরকারি চাল

মো. ফোরকান, বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে মিটারের পরিবর্তে বালতি মেপে বিক্রি করা হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল। মাপে কম দেওয়ায় বিষয়টি নিয়ে সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাড়ের বাজারে ফেয়ার প্রাইস ডিলার লিটন মৃধা খাদ্য বান্ধব কর্মসূচীর চাল মিটারের পরিবর্তে বালতি দিয়ে মেপে বিক্রি করছেন। তিনি ৩০ কেজির পরিবর্তে ২৮ কেজি চাল দিচ্ছেন। 
আজ মঙ্গলবার (১৮মার্চ) বিষয়টি নিয়ে  সুবিধাভোগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। সুবিধাভোগীদের তোপের মুখে এক পর্যায়ে ওই ডিলার চাল বিক্রি বন্ধ করে দেন। 
ওই এলাকার সুবিধাভোগী রাজ্জাক মৃধা বলেন, সকাল থেকে বালতি মেপে চাল বিক্রি করছেন লিটন মৃধা। এতে মাপে কম দেয়া হচ্ছে। কাউকে ২৮ কেজি আবার কাউকে ২৯ কেজি চাল দিচ্ছেন তিনি। চাল বিক্রয়ের সময় সেখানে সরকারি কোনো ট্যাগ অফিসার ছিলেন না। 
মাপে কম দেওয়ার অভিযোগ অস্বীকার করে ডিলার লিটন মৃধা বলেন, সুবিধাভোগীদের সম্মতিতে দ্রুত বিতরণের জন্য বালতি ভরে চাল মেপে দিচ্ছি। 
দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মশিউর রহমান বলেন, খবর পেয়ে ডিলারকে চাল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার ফের মিটার দিয়ে মেপে চাল বিক্রয় করা হবে। 
 উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments