বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

বাউফলে বিএনপি নেতার বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে।
  মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে দাসপাড়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার আকন বাড়ি থেকে টিসিবির পণ্যগুলো উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানাযায়, নিজে ডিলার না হয়েও মজিবর আকন টিসিবির পণ্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন। মজিবর আকন তার অনুসারি কয়েকজন ব্যক্তির নামে ডিলারশীপ নিয়ে টিসিবির পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করছেন। বাউফলের খাদ্য কর্মকর্তাকে ম্যানেজ করে স্বচ্ছল ব্যক্তিদের নামে টিসিবির কার্ড নিয়ে তিনি বেশীরভাগ পণ্য কালোবাজারে বিক্রি করে আসছেন। বিএনপি নেতা হলেও বিগত  সরকারের আমল থেকে তিনি এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্দ হন মজিবর আকনের উপর। মজিবর আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন। 
পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুচ চৌকিদার ওই বাড়িতে গিয়ে মজিবর আকন ও তার ভাই রাজ্জাক আকনের বাসা থেকে ৪০ কেজি মশুর ডাল, ৩১ কেজি চাল, ২লিটারের ৭৯টি সয়াবিন তেলের খালি বোতল ১৭ কেজি বুটের ডাল এবং ৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন।
 বিক্ষুব্দ এলাকাবাসী জানান, মজিবর আকন কাঠেরপুল এলাকায় গুদাম দেখিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশীপ নিয়েছেন। কিন্তু তিনি চুরির উদ্দেশ্যে কাঠেরপুলের পরিবর্তে নিজ বাড়িতে বসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি করেন। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। মজিবর আকনের বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও রহস্যজনক কারনে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
 মজিবর আকন অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন। 
 উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments