
মাসুম বিল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মিলনায়তনে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। মেলা প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ।
বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বশির গাজী । প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান কৃষি কর্মকর্তা অনুরুদ্ধ দাষ,ও বন কর্মকর্তা মো: বদিউজ্জামান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি জনাব প্রতীক কুমার কুন্ডু সহকারী কমিশনার ভূমি ও একাডেমিক সুপার ভাইজার নুর নবী।
উপজেলা নির্বাহী অফিসার মেলায় আগত শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দিলেন, এই মেলায় বাউফলের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তরা বলেন “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে,, বৃক্ষ দিয়ে আমাদের এ দেশকে সাজাই। বিভিন্ন ঝড় বন্যা ক্ষরা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে এ বৃক্ষই আমাদের রক্ষার্থে সাহায্য করে। তাই আসুন বেশি করে বৃক্ষ রোপন করি স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি।
বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলায় বনজ ফলজ ঔষধি বৃক্ষের কয়েকটি স্ট্র্রল অংশগ্রহণ করে