বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবাউফলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বাউফলে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মো. ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্তম্ভে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি দলীয় সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারের নেতৃত্বে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বাউফল থানা, পৌরসভা, বাউফল প্রেসক্লাব, বাউফল রিপোটার্স ইউনিটি, বাউফল সরকারি কলেজ, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন সংগঠন। 
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ বাউফল উপজেলা আমির মাও. ইছাহাক মিয়ার নেতৃত্বে স্বাধীনতা স্তম্ভে পুস্পস্তবক অর্পণ না করে পশ্চিম দিক ফিরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
 এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে দিবসটির উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments