প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৯:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ২:৫৬ পি.এম
বাউফলে যুবদল নেতার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মো.ফোরকান, বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে মশিউর রহমান খোকন নামে এক যুবদল নেতার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন এলাকাবাসী।
আজ মঙ্গলবার সকাল ১০ টায় উপজলার কালাইয়া-বড় ডালিমা ব্রিজ সংলগ্ন এলাকায় এ কর্মসুচী পালন করা হয়।
মশিউর রহমান খোকন উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রমিজ উদ্দিনের ছেলে এবং একই ওয়ার্ডের যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের বড় ভাই মিজানুর রহমান শিমুল বলেন, ২০১৩ সালের ১১ নভেম্বর রাত সাড়ে ৮ টার দিকে বড় ডালিমা থেকে নিজ বাড়ি ফেরার পথে আমার ছোট ভাই মশিউর রহমান খোকন নিখোঁজ হন। নিখোঁজের দুই দিন পরে বৃহস্পতিবার সকালে বাড়ী থেকে আধা কিলোমিটার পশ্চিমে একটি পরিত্যক্ত ভিটায় মাটিতে পুতে রাখা অবস্থায় তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তৎকালিন আওয়ামীলীগ সরকারের প্রভাবশালী কয়েক নেতা একটি এজাহার লিখে আমাকে ভয়ভীতি প্রদর্শন করে তাতে স্বাক্ষর দিতে বলেন। আমি তাতে স্বাক্ষর করি। পরে প্রভাবশালী ওই মহলের চাপে মামলার তদন্ত রিপোর্ট প্রকৃত খুনীদের নাম বাদ দিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির। ফলে আমার ভাইয়ের হত্যার ন্যায় বিচার থেকে আমরা বঞ্চিত হই। তাই আমার ভাইয়ের হত্যার সঠিক বিচারের দাবিতে মামলাটি পুনঃতদন্তের জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই।
আরো বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. মুজাহিদুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য মো. ফারুক হাসেন প্রমূখ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত